ফুলগাজী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, আলী আজম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ও উপজেলা ছাত্র লীগের সভাপতি শামসুল হক ভুঞা রাসেদ প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি