মানবজীবন নয় রে সহজ বড় কঠিন কাজ,
জীবন যুদ্ধের ঘূর্ণিপাকে সকাল দুপুর সাঁঝ।
সংসার লীলার আবর্তনে কত জীবন ক্ষয়,
সৎ পথে চলতে গিয়ে পুড়ে খাঁটি হয়।
এমন জীবন মহাজীবন খুত যেখানে নাই,
হেরে গিয়ে জিতে যাওয়ার শিক্ষা তাতে পাই।
কেউ সুখি ভোগবিলাসে কেউ ত্যাগ করে,
আপন স্বার্থ তুচ্ছ করে পরিজনের ত্বরে।
শিল্পী কবি রাজরাজড়া নয় তো সংসারহীন,
জ্ঞানতাপস বুদ্ধিজীবী সংসারেতে লীন।
কারো জীবন রঙ্গিন আবার ধূসর করো জীবন,
জীবনযুদ্ধের সংগ্রাম তবু চলছে আমরণ।