ফেনীতে শারদীয় দুর্গোৎসবে ৭ শতাধিক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
২১ অক্টোবর শনিবার বিকালে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের জয় কালী মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিরা লাল চক্রবর্তী, সাবেক সভাপতি রাজিব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আজকের এ অনুষ্ঠান অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উদাহরণ। যে স্বপ্ন দেখে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়িক গোষ্ঠী মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করেছে। প্রতিবারই এ দেশের জনগণ তাদের প্রতিহত করেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে এসেছে। আমরা জানি এদেশের মানুষ শান্তি প্রিয়, ফেনীর মানুষ শান্তি প্রিয়। কোন বিচ্ছিন্ন গোষ্ঠী শান্তি নষ্ট করতে আসবে তা হবে না। সবার সহযোগিতায় আমরা ফেনীর শান্ত পরিবেশ কাউকে অশান্ত করতে দেব না।
পরে অতিথিবৃন্দ আগত দুস্থদের হাতে উপহারের বস্ত্র তুলে দেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি