দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরসমূহে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারী দক্ষতা মূল্যায়নে ২০২৩ খ্রি. ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ দক্ষ কর্মচারী মো. আবদুল্লাহ আল মারুফ, উপ-সহকারী কৃষি অফিসার মনোনীত হওয়ায় পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।
পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদা ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুল্লাহ আল মারুফ উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর ব্লকে কর্মরত রয়েছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি