আজ

  • শুক্রবার
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বারইয়ারহাটে উমরাহ বিষয়ক প্রশিক্ষণ ও দোয়া

  • নিজস্ব প্রতিনিধি
  • পবিত্র উমরাহর উদ্দেশ্যে আগামী ২৯ আগষ্ট মক্কা শরীফে গমণেচ্ছু মেহমানদের নিয়ে আল হাতিম হজ্জ কাফেলা ফেনী‘র আয়োজনে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর শহরের একটি অভিজাত রেস্তোরায় উমরাহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া অনুষ্ঠিত হয়।

    আল হাতিম হজ্জ কাফেলার চেয়ারম্যান এডভোকেট আমিনুল হক ভূট্টুর সভাপতিতে ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাছুম বিল্লাহর পরিচালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী গবেষক ও আলোচক মাওলানা সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তৈয়ব, মাওলানা মুখতার আহমদ, আল হাতিম হজ্জ কাফেলার পরিচালক যথাক্রমে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শাহাদাত হুসাইন আল হেলাল, মির্জারবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মু: ইসমাইল।

    বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, আল আমীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্জ জাহাঙ্গীর আলম, মাওলানা শফিকুর রহমান জাহাঙ্গীর, ডাক্তার আহমদ সোবহান. পুলিশ কর্মকর্তা (অব.) বেলায়েত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম, জাহেদুল ইসলাম, সালমান ফারসী, ফজলুল করিম দাউদ, মেহেদি হাসান, অধ্যক্ষ জয়নাল চৌধুরী ও সংবাদকর্মী আকতার হোসেন প্রমূখ।

    সভায় উমরাহ যাত্রী ছাড়াও বারইয়ারহাটের বিভিন্ন শ্রেণী-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে দোয়া ও আপ্যায়ণের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090