ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব গজারিয়া সমাজকল্যাণ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২১ মার্চ জুমাবার পূর্ব গজারিয়া বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সোহেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মতিন ভূঁইয়া, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন।
জয়নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা পেশ করেন পূর্ব গজারিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব আরিফ আল আজাদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী হোসেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলোনিয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, সাপুয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জহির উদ্দীন পলাশ, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, বিকিরণ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ ও ডেইলি সানের দাগনভূঞা প্রতিনিধি মো. জাকির হোসেন, সমাজসেবক মাওলানা আবদুর রহমান, সানা উল্লাহ, শহীদ উল্লাহ, আবু বক্কর সিদ্দিক, গজারিয়া বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন স্বপন চৌধুরী সহ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ-জাতি, মুসলিম উম্মাহের শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন গজারিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজাম উদ্দিন মাহমুদ।
ইফতার আয়োজন নিয়ে ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সোহেল বলেন, আলহামদুলিল্লাহ, এলাকার সকল শ্রেনী পেশার লোক ও প্রবাসী ভাইদের সহযোগিতায় ইফতার মাহফিল আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি