জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে বিশ্ব কবিতা দিবস ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল উদযাপন হয়েছে।
জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি উত্তম দেবনাথ এর সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন- কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি মনজুর তাজিম, কবি মোঃ তাজুল ইসলাম চৌধুরী (মুকুট চৌধুরী), কবি ইকবাল আলম, কবি উত্তম দেবনাথ, কবি নাস্রিন জেরিন সুলতানা, কবি ও কলামিস্ট জাহাঙ্গীর আলম, কবি মো. ইউনুস ভূইয়া, কবি স্বদেশ দত্ত, কবি ফিরোজ আলম, কবি সবুজ তাপস, কবি মো. শাহ আলম, কবি ফজলুল মল্লিক, কবি সহদেব দাস প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠ শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি