ভাষা শহীদ স্মরণে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রামে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আজিজ আহমেদ চৌধুরী বাড়ী সংলগ্ন মাঠে শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজিজ-রোকেয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফেনী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক হোসাইন আরমান, আনন্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার আকরাম আলী সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: দুলাল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আকরাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরমান, খেলার সম্মনয়ক মো. হানিফ। ফাইনাল ফাইনাল খেলা এমজি ভয়েজ চ্যালেঞ্জার ও আরসিসি দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় আরসিসি দল ৪২ রানে বিজয়ী হন। সেরা খেলোয়াড নির্বাচিত হন আরসিসি দলের মো. আবদুল্লাহ ওমর সাহেদ।
রানার্স আপ হন এমজি ভয়েস চ্যালেঞ্জার দল। খেলায় ১২টি দল অংশগ্রহণ করে। খেলাটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন ফেন্ডশীপ ক্রিকেট ক্লাবের কোচ আলী আশ্রাফ ইমন ও ফেনী জেলা আমপায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু। খেলায় সার্বিক সহযোগিতা করেন- রানা, হাবিব, তামিম, নাফিজ, পূর্ণ, মানসিপ, রুজদীসহ অন্যান্যরা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি