ফেনী জেলা পর্যায়ে আনসার বাহিনী কর্তৃক সন্মাননা পেয়েছেন দৈনিক ফেনীর সময় পত্রিকার স্টাফ রিপোটার ইলিয়াছ সুমন
সোমবার বিকেলে জেলা আনসার কম্যান্ডেন্ট্যর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ইলিয়াছ সুমনকে এ সন্মাননা তুলে দেন জেলা আনসার কমান্ড্যন্ট ও সদ্য পদোন্নতি প্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক জানে আলম সুফিয়ান পিএএম।
এ সময় সদর উপজেলা আনসার ভিডিপির কর্মকতা মো. রেজাউল করিম, সোনাগাজী আনসার কর্মকতা রাবেয়া সুলতানা, ছাগলনাইয়া আনসার কর্মকতা রিক্তা রানী হাজারী, পরশুরাম আনসার কর্মকতা জাহেরা খাতুন, ফুলগাজী আনসার কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা, সোনাগাজী প্রশিক্ষক ফজলুল হক, ছাগলনাইয়া প্রশিক্ষক মাসুদ পারভেজ সহ আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা আনসার কমান্ড্যন্ট জানে আলম সুফিয়ান পিএএম জানান, গত এক বছর জেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার ভিডিপির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, ব্যাটেলিয়ান আনসার বাহিনীর বিভিন্ন দায়িত্ব পালনের সংবাদ প্রচার করে অসামান্য অবদান রাখায় দৈনিক ফেনীর সময় পত্রিকার স্টাফ রিপোটার ইলিয়াছ সুমনকে এ সন্মাননা দেয়া হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএসএম/এএএম