আজ

  • রবিবার
  • ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী-৩ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন শমী কায়সার

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএর সহসভাপতি ও জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন সংগ্রহ করেন তার প্রতিনিধিরা।

    এ দিকে দুপুরে ফেনী-৩ আসন থেকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনামও। মনোনয়ন বিক্রির প্রথম দিনে একই আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, আওয়ামী লীগ নেতা এ.কে আজাদ।

    ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত শীর্ষ কর্মকর্তা ও সাবেক সেনা কর্মকর্তা লে. জে. মাসুদ উদ্দীন চৌধুরী। জাতীয় পার্টির হয়ে নির্বাচন করে তিনি এই আসনের সংসদ সদস্য হয়েছিলেন। এবারও তিনি নির্বাচনে অংশ নিলে এই আসনে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি হবে বলে মনে করছেন অনেকে।

    শমী কায়সারের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুর গ্রামে। তিনি সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090