ফেনীতে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতে ক্লাস্টার চিহ্নিতকরন, সম্পৃক্ততা বৃদ্ধি ও ক্লাস্টার অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা।
জনতা ব্যাংক নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আফতাবুজ্জামান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজান বাহার।
জনতা ব্যাংক বেকের বাজার শাখা ব্যবস্থাপক মো, আশরাফ উদ দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালায় বিষয়বস্তুু নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পারসন রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকার্স ফোরামের অর্গানাইজিং সেক্রেটারি ও জনতা ব্যাংক ফেনী এরিয়া প্রধান মো. এমরান হোসেন মজুমদার।
ব্যাংকারদের মাঝে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. হারুন অর রশীদ, ব্যাংকার্স ফোরাম ফেনীর সভাপতি শামছুল করিম মজুমদার। উদ্যোক্তাদের মাঝে বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, সাকুরা ফুডের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, কাজী লেদারের সত্ত্বাধিকারী কাজী জামাল উদ্দিন প্রমূখ।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় কর্মশালায় লীড ব্যাংক ছিলো জনতা ব্যাংক। কর্মশালায় উদ্যোক্তা, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যাবস্থাপকরা অংশ নেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি