আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলছে প্রাথমিক তদন্ত কর্মকর্তা ওসি কামালের জেরা

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার ৩৪ তম দিনে জেরা চলছে। সোমবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার তৎকালীন ওসি তদন্ত মো. কামাল হোসেন সাক্ষ্য উপস্থাপন করেন। পরে আদালত আজ মঙ্গলবার পরবর্তী ৩৪তম দিবসের তারিখ নির্ধারণ করেন। আজ আসামী পক্ষের আইনজীবীরা তাকে জেরা করছেন।

    মামলার বাদি পক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান, নুসরাত হত্যা মামলার সাক্ষ্য কার্যক্রম গুছিয়ে এসেছে। সোমবার পুলিশের প্রথম তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার তৎকালীন ওসি (তদন্ত) মো. কামাল হোসেন সাক্ষ্য উপস্থাপন করেছেন। আজ আসামী পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন।

    এ মামলার ৯২ জন সাক্ষির মধ্যে এখন পর্যন্ত ৮৫ জন ও ১ জনের আংশিক সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার এজহারে ৯২ জন সাক্ষি অন্তর্ভূক্ত করা হয়। ইতোমধ্যে ৯১ জনকে সাক্ষির জন্য আদালতে ডাকা হয়েছে।

    চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল মারা যান নুসরাত জাহান রাফি।

    সম্পাদনা : এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090