‘শেখ হাসিনার অবদান, গৃহহীনের বাসস্থান’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষনা ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতারের নির্দেশনায় ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সোনাপুরে গৃহহীন মো. রফিক উদ্দিন তার মাথা গোঁজার স্থানটি পেয়েছে।
শনিবার (২০ জুন) মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের বাসস্থান হিসেবে মো. রফিক উদ্দিনের নিকট ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
জানা যায়, দীর্ঘদিন ধরে গৃহহীন মো. রফিক উদ্দিন ঘরের অভাবে দু:সহ জীবনযাপন করেছেন। তিনি বলেন শেখ হাসিনা সরকার আমার জীবনের সকল দুঃখ কষ্ট মুছে দিয়েছে। আমি এখন ঝড় বাদলে আশ্রয় কেন্দ্রে যেতে হবে না। আগে অল্প বৃষ্টিতেই ঘরে থাকার উপায় ছিল না। আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করি তাদের জন্য যারা আমার অবস্থা চিন্তা করে ঘরটি বরাদ্দ দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ লতিফ জানান, উক্ত প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে যা ২০১৯-২০ অর্থ বছরের বাজেট। উক্ত প্রকল্পটিতে খরচ হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮শ ৬০ টাকা।
তিনি জানান, এরকম বেশ কয়টি প্রকল্প প্রস্তাবিত এবং পাশ করা আছে ধাপে ধাপে সেগুলোর কাজ শেষ করা হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি