আজ

  • রবিবার
  • ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মঙ্গলবার ফেনীতে আসছেন স্টার লাইন গ্রুপের নতুন ব্র্যান্ড এ্যাম্বাসেডর হাবিবুল বাশার

  • ফেনী ট্রিবিউন রিপোর্ট
  • শহর প্রতিনিধি :
    শনিবার স্টার লাইন গ্রুপের ব্যান্ড এ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।আগামী মঙ্গলবার তিনি ফেনী শহরের এসএসকে সড়কের স্টারলাইন স্পেশালের নতুন বাসের উদ্বোধন করবেন। শনিবার ঢাকাস্থ বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিমিটেড এর সিটি সেন্টারস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের পক্ষে কোম্পানীর পরিচালক মাইন উদ্দিন ও ব্র্যান্ড এ্যাম্বাসেডর হাবিবুল বাশার স্ব-স্ব পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার ও স্টার লাইন গ্রুপের পরিচালক সাঈদুল হক মিন্টু, আদেল উদ্দিন ও সাহেদ মাহমুদ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী আগামী দুই বছর হাবিবুল বাশার স্টার লাইন গ্রুপের বিভিন্ন পণ্য সামগ্রীর প্রচারণায় ও স্টার লাইন গ্রুপের বিভিন্ন সামাজিক জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।এর আগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও ফেনীর সন্তান মোহাম্মদ সাইফুদ্দিন স্টার লাইন গ্রুপের ব্যান্ড এ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন


    error: Content is protected !! please contact me 01718066090