আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কারের ছোঁয়া ছাড়াই ত্রিশ বছর

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনীর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পূর্ব-মধুপুরের তিনটি সড়ক। এসব সড়কে চলাচল করেন প্রায় ১০ হাজার মানুষ। রয়েছেন ২ হাজার ৩ শ ৪৫ ভোটার। তবে ত্রিশ বছর সংস্কারের ছোঁয়া ছাড়াই রয়েছে সড়কগুলো।

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রবেশ করে আবদুস ছামাদ সড়ক, হাজী মকলেছুর রহমান সড়ক, খোন্দকার পাড়া সড়ক চোখে পড়ে। সড়কগুলোতে খানা-খন্দসহ ভাঙাচোরা রয়েছে।

    স্থানীয় রাহেলা বেগম বলেন, সড়কগুলোর বেহাল দশা দেখলে পৌর এলাকা মনে হয় না। এগুলোকে মনে হয় জঙ্গল এলাকার পরিত্যক্ত সড়ক।
    ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, বর্ষাকালে সড়কগুলোতে হাটু পানি জমে থাকে। এতে কলেজে যেতে কষ্ট হয়।

    স্থানীয় গোলাম নবী বলেন, খোন্দকার পাড়ায় সবটাই অবহেলিত। এ পাড়ার লোকেরা কষ্টে জীবন অতিবাহিত করছে। এখানে সেতু আছে, সড়ক নেই। পুর্ব মধুপুরের খোন্দকার পাড়ায় সাইকেল চালানো কষ্টকর।

    স্থানীয় পৌর কাউন্সিলর আবু ইউছুফ ভূঞা বাদল বলেন, অবহেলিত সড়কগুলো উন্নয়ন টেন্ডার প্রক্রিয়াধীন। সড়কের ইট চুরি ও ইটভাটার ট্রাক্টর চালানোর কারণে এ হাল হয়েছে।

    সম্পাদনা : এএএম/এমকেএ


    error: Content is protected !! please contact me 01718066090