ফেনীর পরশুরাম উপজেলায় পরশুরাম-সুবার বাজার সড়কে গাছ কাটার সময় মোটর সাইকেল আরোহী ইলেকট্রিশিয়ান মো. গোফরান (৩৫) গাছে চাপা পড়ে নিহত হয়েছেন।
জানাগেছে, শনিবার (২০ মার্চ) ১টার দিকে সুবার বাজার থেকে মোটর সাইকেল যোগে পরশুরাম যাওয়ার পথে কলেজ রোড পৌঁছলে গাছে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত গোফরান পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধু গ্রামের শিশু মিয়ার ছেলে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন গাছে চাপায় এক ব্যক্তি নিহত হওয়ার কথা লোকমুখে শুনেছেন বলে জানান।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি