ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রিভার্স ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে টিচার্স ওয়ারিয়রস্ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় নোয়াবাদ স্পোর্টিং ক্লাবকে ৭০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রথমে ব্যাটিং করতে নেমে টিচার্স ওয়ারিয়রস্ ১২ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে নোয়াবাদ স্পোর্টিং ক্লাব ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন টিচার্স ওয়ারিয়র্সের ওসামা, অধিনায়ক ছিলেন মনজুরুল হাসান তুষার, সহ-অধিনায়ক ছিলেন প্রভাষক আবুল খায়ের।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এ জাফর উল্লাহ ভূঁইয়া। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি