আজ

  • মঙ্গলবার
  • ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুর বন্ধন ২৩ বছরে পর্দাপন

  • নিজস্ব প্রতিনিধি
  • ’আলোর সন্ধানে, বন্ধুর উন্নয়নে’ এ স্লোগানে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন গৌরবের ২৩ বছর পর্দাপন বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উদযাপন করা হয়েছে। ট্রাংক রোডের সংগঠনটির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

    সংগঠনের সভাপতি সেফায়েত উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম রেজা, জেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সংগঠক শেখ ফেরদৌস আনোয়ার মজনু।

    ফেনী সদর কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের সভাপতি আবদুল কুদ্দুস বিক্রম, ফেনী সরকারী কলেজ রাষ্ট্র বিজ্ঞান এলমনাই এসোসিয়েশনের সদস্য সচিব রাশেদুন নবী রানা, বন্ধুর বন্ধনের পৃষ্ঠপোষক আবু জোবায়ের মুন্না, শাখাওয়াত পারভেজ, ফেনী সদর কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক, ফেনী পৌর কমিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন, সোনাগাজী উপজেলার সাধারণ সম্পাদক জসিম খান, পরশুরাম উপজেলা সভাপতি মো. নওশাদ প্রমুখ।

    অনুষ্ঠানে বন্ধুর বন্ধনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    এছাড়া বন্ধুর বন্ধনের স্বপ্নদ্রষ্টা নাজমুল করিম ভূঁইয়া সুমনের নেতৃত্বে ঢাকায় কেক কেটে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

    প্রসঙ্গত, ২২ বছর পূর্বে এক ঝাঁক উদ্যোমী ও তারুণ্যদৃপ্ত যুবকদের প্রতিষ্ঠিত এ সংগঠনটি এখন সামাজিক সংগঠনের মডেল হিসেবে পরিনত হয়েছে। ফেনীর ৬ উপজেলা ছাড়াও সামাজিক কার্যক্রম চলছে রাজধানী ঢাকায়। ফেনী জেলা বন্ধুদের উন্নতির পাশাপাশি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের সেবায় কাজ করে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090