আজ

  • বুধবার
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী জেলা বেকারী মালিক সমিতির সভা : বেকারী শিল্পকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

  • নিজস্ব প্রতিবেদক
  • বেকারী শিল্পের কাঁচামাল ময়দা, তেল, চিনি, ডালডা, ইস্ট, এঞ্জেল এর মূল্য বৃদ্ধিতে বেকারী মালিকদের নাভিশ্বাস উঠেছে। এছাড়া বিদ্যুত, গ্যাস, ঘরভাড়া, লেবার খরচ বৃদ্ধির কারণে শিল্পটি হুমকির মুখে পড়েছে। ফেনী জেলা বেকারী মালিক সমিতির আলোচনা সভায় বক্তারা বেকারী শিল্পকে বাঁচাতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সোমবার দুপুরে ফেনী শহরের টাইম পাস চাইনিজ রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা এবং নোয়াখালী বেকারী মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।

    ফেনী জেলা বেকারী মালিক সমিতির আহবায়ক মো. নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ব্রেড বিস্কুট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য কমিশনার কাজী বাবুল, চৌদ্দগ্রাম শাখার সভাপতি ও বাতিসা ইউপির চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, চৌদ্দগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নোয়াখালী জেলা বেকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, মেসার্স টেষ্টি ফুড প্রোডাক্টস এর সত্বাধিকারী আতিয়ার সজল, চিটাগাং বেকারীর মালিক মো. নুরুল হক, সামছ ফুড প্রোডাক্টস এর মালিক মুহাম্মদ মিজানুর রহমান, নুরানী বেকারীর মো. নয়ন, আলিফ ফুডস এর মো. আশরাফুল আলম রাজন, মৌবনের সত্বাধিকার মোক্তাদির বিন মোতালেব, রৌম প্রাইম ফুডের মো. আলমগীর হোসেন, যমুনা বেকারীর মো. ইয়াসিন, সুরুচি বেকারীর নাদিম, ঢাকা বেকারীর বেলাল আহম্মদ, বিসমিল্লাহ বেকারীর মো. ফয়জুল্লাহ, মিনার ফুড ইন্ডাষ্ট্রিজ এর হারুণ অর রশিদ, শাহীন বেকারীর মো. রহিম, মীম ফুড প্রোডাক্টস এর মো. হুমায়ুন।

    এ সময় আমির গাঁও আমান বেকারীর আমান মিয়া, বাহার বেকারীর মো. বাহার মিয়া, হেলাল ব্রেড এর মো. আজাদ, দিলদার ব্রেড এর আরিফুল ইসলাম, মিষ্টি ছায়া ফুডের মো. সাকিলসহ ফেনী জেলা বেকারী মালিক সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090