আজ

  • শনিবার
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা পুলিশ প্রশাসনের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সাইকুল আহমেদ ভুঞাসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ।

    সভায় বাহিনীর সামগ্রিক কল্যাণে আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া জেলার অপরাধের পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ, অপরাধ নির্মুল, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। সভা শেষে অবসরপ্রাপ্ত ১০জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।

    ফেনী ট্রিবিউন/আরএইচ/এইচআর/এএএম


    error: Content is protected !! please contact me 01718066090