ক্ষুদে খেলোয়াড় অন্বেষণে ফেনীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৯-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। সোমবার দুপুরে ফেনীর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগে সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম এর সভাপতিত্বে ও ফেনী জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রীড়া অফিসার হারুন আল রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুর রশিদ মিলন, আবুল হাশেম, বাফুফে প্রতিনিধি মো. এনামুল হক, বাফুফে কোচ দীপক চন্দ্র নাথসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় ডনবস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবান দলকে (২-০) গোলে হারিয়ে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল, ফেনী দল জয়লাভ করে।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা ফেনীতে অনুষ্ঠিত জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপে ক ও খ গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি