ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজার সংলগ্ন মাস্টার পাড়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় বিক্রয় করার খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করেন। এ সময় ১টি স্ক্যাভ্যাটর ও ৫টি মাটি বহনকারী ট্রাক্টরসহ এ কাজে জড়িত ৮ শ্রমিককে আটক করেন।
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জমির মালিক পক্ষের ইলিয়াছ পাটোয়ারী ও মাটি কাটার কাজের ব্যবসায় যুক্ত মোজাম্মেল হোসেন, মো. ছুফিয়ান উপস্থিত হয়ে তাদের অপরাধ স্বীকার করে এই অপরাধের সাথে যুক্ত থাকবে না বলে অঙ্গিকার করে। ঘটনাস্থল থেকে ১টি স্ক্যাভ্যাটর ও ৫টি মাটি বহনকারী ট্রাক্টরসহ এ কাজে জড়িত ৮ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মাটি ব্যবসায়ী রামনগর এলাকার মোজাম্মেল হোসেন ও মো. ছুফিয়ানকে ৯০ হাজার টাকা জরিমানা এবং জমির মালিক পক্ষের এনায়েতনগর এলাকার ইলিয়াছ পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কৃষি জমির টপ সয়েল কেটে পরিবেশ বিপন্ন করা ও ফসলী জমি নষ্ট করার এ অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন দাগনভূঞা থানা পুলিশ সদস্যরা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি