ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে ও এসএসসি ব্যাচ ৯৮ রয়্যাল নোয়াখালীর সহায়তায় শিক্ষা উপকরণ তথা ব্যাগ, খাতা, কলম উপহার পেল ফেনী সদরের কালিদহ ইউনিয়নের গোহাডুয়া হাজী আলী আহাম্মদ প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান শিক্ষক মহিউদ্দিন খোন্দকারের সভাপতিত্বে ও ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মহিম উদ্দিন পৃথিবী, সহ-সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ, স্বেচ্ছাসেবী সংগঠক আজহারুল হক খোন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক নিষাদ আদনান, সদস্য কফিল মাহমুদ।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফাতেমা তুজ জোহরা, রোটারেক্টর দেলোয়ার হোসেন শাওনসহ শিক্ষক ও সঙগঠনের সদস্যরা। এর আগে ফেনী পৌর এলাকার মধুপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি