আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক ‘ফেনী বার্তা’র বিক্রয় প্রতিনিধি আবু তাহেরের দাফন সম্পন্ন

  • সোনাগাজী প্রতিনিধি
  • ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনী বার্তা ও সাপ্তাহিক আলোকিত ফেনী’র বিক্রয় প্রতিনিধি আবু তাহের (৫৫) সোমবার ভোর ৪টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, আবু তাহের দীর্ঘ প্রায় ২০ বছর ফেনী বার্তা ও আলোকিত ফেনী বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। মূত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গত রোববার তিনি পারিবারিক কাজে ফেনী এসে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে প্রথমে ফেনী ডায়বেটিস হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পিজি হাসপাতালে নেয়া হয়। সেখানে ভোর ৪টার দিকে তার মূত্য হয়। সোমবার বিকাল ৩টায় মরহুমের বাড়ির দরজায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

    জানাজা পুর্ব বক্তব্য রাখেন চর লক্ষীগঞ্জ নাজেরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াছ, সাপ্তাহিক ফেনী বার্তার সম্পাদক মীর হোসেন মীরু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার খায়ের, আওয়ামীলীগ নেতা মাষ্টার শামছুল হক, ভাগিনা নুরুল আবছার। এদিকে বিক্রয় কর্মী আবু তাহেরের মূত্যতে সাপ্তাহিক ফেনী র্বাতা পরিবার, আলোকিত ফেনী পরিবার, অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনী ট্রিবিউন’ পরিবার, সোনাগাজী প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন।

    উল্লেখ্য, সোনাগাজী উপজেলার উত্তর চর মজলিশপুর গ্রামের আবদুল হাই ম্যানেজারের বাড়ির অতি দরিদ্র পরিবারের সন্তান আবু তাহের। এক সময় ছোট ফেনী নদীর ভাঙ্গনে ঘর বাড়ি হারিয়ে নি:স্ব হয়ে পড়ে। এসময় সাপ্তাহিক ফেনী বার্তা বিক্রি করে আয়ের পথ খুঁজে নেন।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090