আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ঢাবির এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের মিলনমেলা

  • নিজস্ব প্রতিনিধি
  • ‘এসো ভাসি স্মৃতির খেয়ায়, মিলি প্রাণের উৎসবে’ এ শ্লোগান নিয়ে ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনীর প্রথম পূণর্মিলনী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ফেনী অফিসার্স ক্লাব প্রাঙ্গন থেকে র‌্যালীর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও আড্ডায় মেতে উঠে তারা। ‘বন্ধন’ নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মো. ওয়াহিদুজজামান।

    এছাড়া প্রাক্তণ ছাত্রদের স্মৃতিচারণ অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল, মহিপাল সরকারী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, ফেনী অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমান। অনুষ্ঠান সমন্বয় করেন ফেনী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোক্তার হোসেন, সহকারী কমিশনার এন.এম আব্দুল্লাহ আল মামুন, ফেনী ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

    র‌্যাফেল ড্রতে ২০ জনকে পুরস্কৃত করা হয়। দীর্ঘদিন পর অনেকে পুরনো বন্ধুদের পেয়ে আড্ডায় মেতে উঠেন। এসময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাণবন্ত এ আড্ডা সন্ধ্যা পর্যন্ত চলে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090