ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, জেলা উপদেষ্টা গাজী এনামুল হক ভুইয়া ও কাজী গোলাম কিবরিয়া।
জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী আলহাজ্ব একরামুল হক ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সভাপতি মুফতি আহসান উল্লাহ কাসেমী, ফেনী সদর উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ আতিকুল্লাহ, ফেনী শহর সভাপতি প্রিন্সিপাল হাফেজ জাহিদুল ইসলাম, দাগনভূঞা উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দিন সাবেরী, ছাগলনাইয়া উপজেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ফুলগাজী উপজেলা সভাপতি মুফতি শিব্বির আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন ইসলামী বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলার সদর মুফতি আব্দুর রহমান গিলমান, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলার সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন আইয়ুবী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলার সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ কবীর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু রায়হান।
প্রধান অতিথি আলহাজ্ব আমিনুল ইসলাম উপস্থিত মজলিসে আমেলা, উপদেষ্টা পরিষদ, উপজেলা ও পৌর কমিটির শুরা সদস্যদের ভোটে মাওলানা নুরুল করিমকে জেলা সভাপতি ও মাওলানা একরামুল হক ভূঁইয়াকে জেলা সেক্রেটারি ঘোষণা করেন।
জেলার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গাজী এনামুল হক ভূঁইয়াকে সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভুইয়াকে জয়েন্ট সেক্রেটারি, মাওলানা আজিজুল হককে জেলা সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা মনির আহমেদ আরশাদীকে জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক ও মাওলানা আলাউদ্দিন সাবেরীকে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ঘোষণা করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি