আজ

  • সোমবার
  • ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সচিব হলেন সোনাগাজীর কৃতি সন্তান শেখ মোহাম্মদ সলীম উল্লাহ

  • সোনাগাজী প্রতিনিধি
  • বাংলাদেশ সরকারের সচিব হলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। আজ বৃহস্পতিবার তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। ফেনীর কৃতি সন্তান সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের অধিবাসী শেখ সলীম উল্লাহ এর পূর্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। সচিব হিসেবে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিযুক্ত হলেন।

    শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিসিএস ১০ম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগ দেন এবং অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পদে তিনি উক্ত মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

    উল্লেখ্য, সোনাগাজীবাসীর মধ্যে এ প্রথম তিনি সরকারের পূর্ণ সচিব হওয়ার গৌরব অর্জন করেন।

    সচিব পদে পদোন্নতি লাভ করায় সলীম উল্লাহকে ফেনী ট্রিবিউন পরিবার, ফেনী সমিতি ও সোনাগাজী সমিতি ঢাকার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090