ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় বালক দলে মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে চর মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
আজ ১৯ জুলাই বুধবার বিকেলে সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বালিকা দলে মরুয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায় চর মধুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালক দলে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে মধুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন। মরুয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজন কুমার মন্ডল, ৯নং ওয়ার্ড মেম্বার শেখ কামাল, চর মধুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলা উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান, ফকিরহাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুর শুক্কুর মানিক, মধুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য মো. হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, এ দুটি টুর্নামেন্ট এর মাধ্যমে সারাদেশ থেকে খেলোয়াড় উঠে আসছে। সুদুর প্রসারী পরিকল্পনার মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ টুর্নামেন্ট বাস্তবায়ন হচ্ছে। ছোট থেকে মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তোলা হচ্ছে যাতে সে সামাজিক ভাবে কোন বাঁধার মুখে না পড়ে। ইউনিয়ন পর্যায় থেকে সেরা খেলোয়াড় বাছাই করা হচ্ছে যারা জাতীয় দলে নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রী তার উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশের সর্বসেক্টরে উন্নয়ন করে যাচ্ছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি