ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর ডা. খুরশীদ আলমের বাড়ির দরজায় রশিদ-আনোয়ারা মেমোরিয়াল মসজিদের নির্মাণ কাজ বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের শুভ উদ্বোধনে দোয়া পরিচালনা করেন দক্ষিণ কাশিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, ফেনী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, রশিদ-আনোয়ারা মেমোরিয়াল মসজিদের উদ্যোক্তা ডা. মো. খুরশীদ আলম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দীপ্ত টিভি ও ডেইলি সানের ফেনীর রিপোর্টার প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, পাঁচগাছিয়া ইউপির মেম্বার শাহ আলম বাবুল, সাবেক মেম্বার নুর নবী, দাগনভূঞা মা বিজনেস সেন্টার এর সত্বাধিকারী মো. ইসমাইল হোসেন শামীম, সমাজসেবক আবুল কাশেম, জীবন বীমা কপোরেশনের ফেনী ব্রাঞ্চ ইনচার্জ জহিরুল ইসলাম, মহিপাল রশিদ ফার্মার পরিচালক মো. আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডা. মো. খুরশিদ আলম জানান, আশপাশে এক-দেড় কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নেই। ফলে মুসল্লিদের নামাজের কষ্টের কথা চিন্তা করেই বাড়ির দরজায় এই পাঞ্জেগানা মসজিদটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ডা. মো. খুরশিদ আলম তার পিতা-মাতার স্মৃতিতে রশিদ-আনোয়ারা ফ্রি স্বাস্থ্য কেন্দ্র চালু করেন। রশিদ-আনোয়ারা মেমোরিয়াল ফ্রি স্বাস্থ্য কেন্দ্রের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সমাজ কল্যাণমূলক, মানবসেবামুখী যেকোন কল্যাণকর কাজে অংশগ্রহন করা।
রশিদ-আনোয়ারা মেমোরিয়াল যেসব সেবা প্রদান করে যাচ্ছে- বহির্বিভাগে রোগীর সেবা প্রদান করা। ফ্রি-তে সীমিত পরিমান ঔষধ বিতরণ করা। প্রতি মাসের শেষ সপ্তাহে স্বাস্থ্য বিষয়ে শিক্ষা প্রদান করা। (প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম) বিনামূল্যে খতনা করা।
প্রতি তিনমাস অন্তর বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ নিয়ে হেলথ ক্যাম্প পরিচালনা করা। সমাজের কল্যাণমুখী ও রাষ্ট্রীয় সকল স্বাস্থ্যসেবার কাজে অংশগ্রহন করা। অন্যান্য যে কোন জনকল্যাণকর কাজে সাধ্যমত অংশগ্রহন করা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি