ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ১৯ এপ্রিল মঙ্গলবার হযরত আবু বকর ছিদ্দিক (রা.) জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হযরত আবু বকর ছিদ্দিক (রা.) জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে অতিথি ছিলেন দীপ্ত টিভি ও ডেইলী সানের রিপোর্টার প্রভাষক আবদুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আইয়ুব আলী, গজারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম মিন্টু, প্রবাসী সিরাজুল ইসলাম, সেলিম খোন্দকার।
উপস্থিত ছিলেন সমাজসেবক মতিউর রহমান, আলী আহাম্মদ, আবু তাহের, আবদুল আউয়াল বাবুল মিয়া, মানব কল্যাণ সোসাইটি সভাপতি জাহাঙ্গীর আলম সুজন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ রিপাত, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও সজিব ইসলাম সোহাগ সোসাইটি সদস্যসহ বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে দেশ জাতীর সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত আবু বকর ছিদ্দিক (রা.) জামে মসজিদের ইমাম মাওলানা মো. ফাহিম।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি