আজ

  • শুক্রবার
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বক্তারমুন্সিতে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

  • সোনাগাজী প্রতিনিধি
  • সোনাগাজীর বক্তারমুন্সী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নোয়াখালী জোনের এসইভিপি এন্ড হেড অব জোন মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবদুল গফুর, বক্তারমুন্সি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নুর আলম, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনাগাজী শাখার এভিপি এন্ড শাখা প্রধান মিজানুর রহমান ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বক্তারমুন্সী বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-শাখার ইনচার্জ মো.ওয়াজি উল্যাহ।

    এ সময় জনপ্রতিনিধি, বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

    শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করেন। এর আগে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল আফসার ফারুকী।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090