ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চালের দুই দোকানীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা দুই দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ফেনীর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, করোনা ভাইরাস আতংকে যখন দেশের মানুষ দিশেহারা। তখন ফেনী শহরের পাইকারী চালের দোকানীরা প্রতি বস্তা চাউলে ১৫০ থেকে ৩শ টাকা বাড়তি দামে বিক্রি করছে। এ অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তরের ফেনী বড় বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় রহমান বাদার্সকে তিন হাজার টাকা ও কবির আহাম্মদ সওদাগরকে দুই হাজার টাকা মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর কৃষ্নময় বণিক, জেলা মাকেটিং অফিসার হারুন উর রশিদ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি