ছাগলনাইয়ায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন’র অপরাধে দুই ব্যক্তির দুই লাখ টাকা অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
জানা গেছে, ১৮ মার্চ বুধবার রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত ইট ভাটার জন্য এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন নির্বাহী ম্যাজিস্ট্রট সাজিয়া তাহের।
এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ পন্থায় মাটি কাটার অপরাধে কামাল উদ্দিন কে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়ে টাকা আদায় করেন।
বৃহস্পতিবার ১৯ মার্চ বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের জেলে ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মো. সম্রাট এর নিকট থেকে ১ লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি