বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করা করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে ফেনীতে মাস্ক বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ট্রাংক রোডে প্রেসক্লাব ভবনের সামনে, বড় বাজারের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে দলটি জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের নেতৃত্বে কার্যক্রমে অংশ নেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, এয়াকুব নবী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞাঁ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম দুলাল, রশিদ আহমেদ মজুমদার প্রমুখ।
এ সময় কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতিদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রমে অংশ নেয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি