আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে প্রবাসী স্বামীকে রেখে বাবার বাড়ি চলে গেল স্ত্রী!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রবাসী অধ্যুষিত ফেনীর ছাগলনাইয়ায় গত কয়েকদিনে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে ৪শ ৮৫ জন প্রবাসী এলাকায় এলেও ২শ ৫০ জন প্রশাসনের নজরে হোম কোয়ারেন্টাইনে থাকলেও বাকিদের খোঁজ মিলছে না। এদিকে করোনা আতঙ্কে প্রবাসী স্বামীকে রেখে বাবার বাড়ি চলে গেল স্ত্রী!

    জানাগেছে, প্রবাসীরা বাড়িতে আসার পর দিন থেকে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হাট-বাজারসহ লোকালয়ে ঘোরাঘুরি ও মেলামেশার কারণে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা গেছে। এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল। গত ৪৮ ঘন্টায় পুলিশ, জনপ্রশাসন ও জনপ্রতিনিধি তৎপরতায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২শ ৫০ জনকে হোম কোয়ান্টাইনে রাখা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বাকিদের খোঁজ নেয়া হচ্ছে। এর মধ্যে ইতালি, স্পেন, জার্মানী, কুয়েত, সৌদি আরব, কাতার, আবুদাবি, ভারতের থেকে আসা প্রবাসী বেশি বলে জানাগেছে। তবে তাদের মধ্যে আক্রান্ত রয়েছেন কিনা তা জানা যায়নি। এদিকে করোনা ভাইরাস আতঙ্কে ইউরোপের একটি দেশ থেকে ছাগলনাইয়ায় আসা প্রবাসী স্বামীকে রেখে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার খবর দিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ। তবে তিনি পরিচয় জানাতে রাজি হননি।

    বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের সভাপতিত্বে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার লক্ষে জনসচেনতা ও করণীয় ঠিক করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অন্যদের মধ্যে ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন রানা, ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, রাধানগর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রবিউল হক মাহবুব, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা, উপজেলা জাসদের সভাপতি আবদুল হাই, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসান বক্তব্য রাখেন। সমাবেশে পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার মেয়র, চেয়ারম্যান,সদস্যবৃন্দ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেছেন, কষ্ট হলেও নিজের ও দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে প্রবাসীভাইদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, উপজেলায় ওয়াজ মাহফিল, বিয়েসাদিসহ সবধরণের সভা-সমাবেশ না করতে উপজেলাবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত খাদ্যদ্রব্য না কিনতে উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়ে এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারির আহবান করেছেন তিনি। ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে ইসলামের নিয়মিত চর্চা ও চিকিৎসাবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন।


    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090