ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম সজিব (১৩) নামে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প এলাকায় মজিবুল হকের মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে সজিবের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মুসলিম বাড়ির একরামুল হকের ছেলে আশরাফুল ইসলাম সজিব সহ তিন বন্ধু মিলে শনিবার বিকালে মুহুরী সেচ প্রকল্প এলাকায় বেড়াতে যান। মজিবুল হকের মালিকীয় মৎস্য খামারের পাশে বরই (কুল) গাছে বরই (কুল) পেড়ে খাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে সজিব ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ সজিবের মরদেহ উদ্ধার করে। আজ রোববার সকালে ময়নাতদন্ত শেষে সজিবের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে সজিবের মরদেহ দাফন করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এটি/এএএম