ফেনীর দাগনভূঞায় আমুভূঞার হাট হাছানিয়া দাখিল মাদরাসায় স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ভাষার মাসে শহীদ মিনার পেয়ে খুশি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার শহীদ মিনার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিতে ও ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।
এ সময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পূর্ব চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এআর