ফেনী জেলা তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজলিসে দাওয়াতুল হকের আমীর মাওলানা মাহমুদুল হাসান।
জেলা তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’র সভাপতি মাওলানা নুরুল ইসলাম আদীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মিযানুর রহমান সাঈদ। মুফতি ইউসুফ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’র ফেনী জেলা সেক্রেটারী মুফতি শহীদুল্লাহ, মুফতি আহমদুল্লাহ কাসেমী, ফেনী আলীয়ার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ, মাওলানা মমিনুল হক ক্বাদিম, মাওলানা ফজলুল হক, মাওলানা ক্বারী কাসেম, হাফেজ মিযানুর রহমান কাসেমী ও মুফতি যোবায়ের আহমেদ।
অনুষ্ঠানে জেলা বিভিন্ন কাওমি মাদ্রাসায় পড়ুয়া কৃতি ছাত্রদের ৩২৪ জনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, কোন অবস্থায় মুসলমান নামাজ ছাড়তে পারেনা। শুধু জুমার নামাজ ও ঈদের নামাজ পড়লে হবেনা। প্রতিদিন দৈনিক ৫ বার আযানের ধ্বনি কানে আসার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুুতি নিতে হবে। সর্বদা পাপ ও অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে পরকালের মুক্তি নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করা মুসলমানদের ঈমানী দায়িত্ব।
ফেনী ট্রিবিউন/এনকে/আরএইচ