আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের সেলাই মেশিন পেলো সুবিধা বঞ্চিত ১০টি পরিবার

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রামপুর সৈয়দ বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন। এসময় ১০টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

    ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সৈয়দ আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দীপ্ত টিভি ও ডেইলী সানের ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমাদের নতুন সময়’র ফেনী প্রতিনিধি এম. এমরান পাটােয়ারী, সাপ্তাহিক স্বদেশ কন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, ফেনী জজ কোর্টের এডভোকেট হুমায়ুন কবির বাদল, হ্যালো বিডি নিউজের সংবাদকর্মী তাবাসুম ইমা, ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য নাসির উদ্দিন মজুমদার ও মীর দিদারুল আলম।

    ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক রশিদ মজুমদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম রাসেল, মোরশেদ আলম মিলন, আল বারাকা হাসপাতালের চেয়ারম্যান রাহাত, ফাউন্ডেশনের ফেনী কলেজ শাখার সভাপতি সম্রাট, ফেনী পলিটেকনিক শাখার সভাপতি নাজমুল সিয়াম, ফেনী আলীয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আরফান, সমাজসেবক মো. ইউসুফ, ফুলগাজী প্রতিনিধি মহি উদ্দিন মহি, মোটবী ইউনিয়ন সমন্বয়ক জিহান, এছাড়া ফেনী চ্যারিটি ফাউন্ডেশন এর সদস্য মঞ্জুরুল ইসলাম, ইকবাল, মামুন, দিদার প্রমুখ সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ১০টি পরিবারের মাঝে সেলাই মেশিন ও ফেনীয়ান ক্রিকেট টিমকে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

    প্রসঙ্গত; ফেনী চ্যারিটি ফাউন্ডেশন ২০১০ সাল থেকে সমাজসেবা মূলক নানা কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময় কম্বল, মাস্ক, খাদ্য সামগ্রী বিতরনে ২০০ স্বেচ্ছাসেবক কাজ করছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090