ফেনীর দাগনভূঞা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিকিরণ কিন্ডারগার্টেন আয়োজিত রৌপ্যকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা আগামী বৃহস্পতিবার গজারিয়া আদর্শ একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। দ্য ডেইলী সানের ফেনী করসপনডেন্ট ও ফেনী ট্রিবিউন এডিটর প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, দাগনভূঞা উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসান দিদার।
বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, গজারিয়া হাইস্কুলের উদ্যোক্তা মো. নুর নবী, বিকিরণ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইয়াছিন, বিকিরণ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য ডা. লক্ষণ চন্দ্র নাথ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও খেলা আয়োজক কমিটির সদস্য ইসমাইল হোসেন, ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সাংগঠনিক সম্পাদক সাইফ মির্জা সোহেল, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির সোহাগ, ধারা ভাষ্যকার আব্দুল মোতালেব, প্রবাসী সারওয়ার হোসেন রিটু, সিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিকিরণ কিন্ডারগার্টেন আয়োজিত রৌপ্যকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি