আজ

  • সোমবার
  • ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন : শাহাব উদ্দিন সভাপতি, পার্থ পাল সম্পাদক

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৭ পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতির দুটি পদ সহ ৮ পদে জয়ী হয়েছে। শনিবার উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে ২শ ৮৭ জন ভোটারের মধ্যে ২শ ৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

    নির্বাচন শেষে রাতে ভোট গননায় সভাপতি পদে শাহাব উদ্দিন আহাম্মদ ১শ ৪৭ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী নুর হোসেন পেয়েছেন ১শ ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে পার্থপাল চৌধুরী পেয়েছেন ১শ ৪০ ভোট। প্রতিদ্বন্ধী আহসান কবির বেঙ্গল পেয়েছেন ১শ ৩৪ ভোট। সহ-সভাপতি পদে একই প্যানেলের গোলাম মহিউদ্দিন ১শ ৫০ ভোট ও মো. নুরুল হক ১শ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী মো. নুরুল আমিন ১শ ১১ ভোট ও বোরহান উদ্দিন চৌধুরী ১শ ১৯ ভোট পেয়েছেন।

    এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমিনুল হক ভুট্টু ১শ ৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী কাজী রবিউল হক রবি পান ১শ ২৬ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন চন্দ্র ভৌমিক ১শ ৫০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী মোহাম্মদ জাহিদ হোসেন কমল পেয়েছেন ১শ ১৫ ভোট। অডিটর নির্বাচিত হন এস. এম. আবুল মনসুর রানা। তিনি পেয়েছেন ১শ ৫২ ভোট। প্রতিদ্বন্ধী এ.টি.এম এনায়েতুল করিম মামুন পেয়েছেন ১শ ২৬ ভোট। অর্থ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ জাহেদ হোসেন ১শ ৫৩ ভোট। আবদুল ওহাব দুলাল পেয়েছেন ১শ ২০ ভোট। সর্বাধিক ভোটে লাইব্রেরি সম্পাদক পদে মো. ইয়াসির আরাফাত নির্বাচিত হন। তিনি পেয়েছেন ১শ ৬৫ ভোট। প্রতিদ্বন্ধী গোলাম রাব্বানী ১শ ১১ ভোট পান।

    ৬টি সদস্য পদের মধ্যে ৪টিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবীর মোরশেদ ১৭৯, মো. আলাউদ্দিন ভূঞা ১৪৪, নিমাই লাল সুত্রধর ১৩৩, মোশারফ হোসেন মিলন ১৩৯ এবং ২টিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী মো. ইকবাল হোসেন ১৪২ ও মো. শহীদুল ইসলাম ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
    সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের শাহাদাত আল সাঈদ ১শ ২২ ও মানিক চন্দ্র শর্মা ৯০, সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোহাম্মদ নুরুল আলম ১শ ২৮, হুমায়ুন কামাল ১শ ২৩, জামাল উদ্দিন ১শ ১৭ ও আলমগীর হোসেন মজুমদার ৮৫ ভোট পেয়ে হেরে যান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090