করোনা ভাইরাসে আক্রান্ত সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেনকে ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে ঢাকায় নেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে বহনকারি এ্যাম্বুলেন্স রাজধানীর আসগর আলী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, অক্সিজেন সেচুরেশন কাজ না করায় অবস্থার অবনতি হচ্ছিল। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ঢাকা স্থানান্তর করা হয়।
এর আগে শ্বাসকষ্ট অনুভব করলে রবিবার দুপুরে হাসপাতালে চতুর্থ তলার আইসোলেশনে ভর্তি হন তিনি। শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে ডা. সাজ্জাদ হোসেনের নমুনা শনাক্ত হয়। সেদিন থেকেই তিনি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে ‘হোম আইসোলেশনে’ ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি