আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সাপ্তাহিক কলকণ্ঠের প্রতিনিধি সভা- “নির্ভীক সংবাদ প্রকাশে এগিয়ে যাওয়ার প্রত্যয়”

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক কলকণ্ঠ’র প্রতিনিধি সভা ১৮ মার্চ শনিবার সন্ধ্যায় পত্রিকার প্রধান কার্যালয় ডাক্তার পাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট শহিদুল আলম ইমরান।

    পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সাহিত্য সম্পাদক কবি ও কলামিস্ট জাহাঙ্গীর আলম, শহর প্রতিনিধি মাইন উদ্দিন সুমন, সিনিয়র রিপোর্টার কাজী ইফতেখারুল আলম ও নিমাই মজুমদার, ছাগলনাইয়া প্রতিনিধি কফিল উদ্দিন মজুমদার, স্টাফ রিপোর্টার এম. নুরুল করিম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মানিক।

    এ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শুরুতেই সম্পাদক ও প্রকাশককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলকণ্ঠ পরিবারের সদস্যরা।

    প্রতিনিধি সভায় সম্পাদক ও প্রকাশক এডভোকেট শহিদুল আলম ইমরান নির্ভীক সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পত্রিকার পাশাপাশি অনলাইন সংস্করণ আমরা কয়েক বছর আগে যুক্ত করেছি। ইতোমধ্যে আমরা ডিজিটাল কনটেন্টও সংযুক্ত করে চলেছি। ডিজিটাল কনটেন্ট গুলো জনপ্রিয় হয়ে উঠছে। প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণ ও ডিজিটাল কনটেন্টে আমরা পাঠকের আরো কাছে পৌঁছে যাব। এজন্য ফিচার, মানবিক আবেদন, ভোগান্তি এবং সম্ভাবনার নতুন নতুন সংবাদ তুলে আনার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি নির্ভীক সংবাদ প্রকাশের মাধ্যমে ফেনীকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090