ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের উত্তর চাঁদপুর-পূর্ব গোবিন্দপুর জামে মসজিদ সংলগ্ন স্থানে মুন্সি ছাদাকাত উল্যাহ খোকা মেম্বার স্মৃতি মক্তবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মক্তবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক রিপন।
ফেনী সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও মক্তবের পৃষ্ঠপোষক শামীম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ খোন্দকার, লেমুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম, কালিদহ ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল ইসলাম, ফেনী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহাম্মদ হাজারী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দেলু, সলিম উল্যাহ খান, উত্তর চাঁদপুর-পূর্ব গোবিন্দপুর জামে মসজিদ কমিটির সভাপতি মাস্টার মো. ছাদেক, সাধারণ সম্পাদক মীর হোসেন মোহরার, সমাজসেবক মো. ছানাহ উল্যাহ, মুন্সি নুরুল আমিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী।
এ সময় মক্তবটির সর্বাঙ্গিন উন্নতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ফেনী সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও মক্তবের পৃষ্ঠপোষক শামীম হায়দার জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি মজিবুল হক রিপন চেয়ারম্যান পাশ্ববর্তী মসজিদের পয়নিস্কাশনের জন্য ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন। এছাড়া মসজিদ সংলগ্ন পুকুরের গার্ড ওয়াল নির্মাণের দায়িত্ব নিয়েছেন লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম।
উল্লেখ্য, ফেনী সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীম হায়দারের পিতা মরহুম মুন্সি ছাদাকাত উল্যাহ খোকা মেম্বারের স্মৃতিতে নিজস্ব অর্থায়নে তিনতলা ভিত্তির মক্তবের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে তিন তলা সম্পন্ন করা হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি