আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মরুয়ারচর বঙ্গবন্ধু জামে মসজিদে দোয়া ও এতিমদের খাবার বিতরণ

  • নিজস্ব প্রতিনিধি
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচরে বঙ্গবন্ধু জামে মসজিদের উদ্যোগে ১৮ মার্চ বুধবার দুপুরে কোরানখানি, দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান।

    এতিমদের মাঝে খাবার বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বাহার এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ, শেখ কামাল, মসজিদ কমিটির সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক ও মহিপাল কামরুল এন্টারপ্রাইজের সত্বাধিকারী কামরুল ইসলাম মিয়াসহ স্থানীয় বিপুল সংখ্যক এলাকাবাসী।

    শেষে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ স্থানীয় একটি এতিম মাদ্রাসার দুই শতাধিক এতিমদের হাতে খাবার তুলে দেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090