মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থায় মুজিব কর্নার’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ফিতা কেটে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের নিচ তলায় স্থাপিত কর্নারটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আশা-প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছেন, আমাদের কে এ মুজিব শতবর্ষে এক হয়ে কাজ করতে হবে যাতে করে, আমরা আগামী ১ বছরে এ দেশকে এগিয়ে নিতে পারি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হতে সকলকে আহ্বান জানান নিজাম হাজারী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান বলেন, আজ থেকে ফেনীর ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় শুরু হলো। মুজিববর্ষে এ আয়োজনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক বলেন, আমরা মুজিববর্ষে অনেক খেলাধুলার আয়োজন করবো। সকলের সহযোগিতায় ফেনীর ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে তিনি সে আশাবাদও ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফুলগাজী উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক হারুন মজুমদার সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্নারে বঙ্গবন্ধুর বিভিন্ন স্থিরচিত্র সম্বলিত ব্যানার স্থান পেয়েছে। উদ্বোধন শেষে মুজিব কর্নারটি ঘুরে দেখেন নিজাম উদ্দিন হাজারী এমপিসহ অতিথিরা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি