পরশুরামের কৃত্ত্বি সন্তান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও স্বাধীনতা সংগ্রাম চলাকালীন থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা আজিজুল হক মজুমদার (আমিন মৌলভী) যিনি বঙ্গবন্ধুর সাথে বার বার একান্তভাবে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে পরশুরাম উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নু এমং মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি