ফেনীর মহিপাল এলাকায় ১৭ জানুয়ারী রোববার বিকালে অভিযান চালিয়ে ৭শ ৩০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারী আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৭ হাজার টাকা।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দুই মাদক কারবারী মোটর সাইকেল যোগে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছে। র্যাবের একটি দল মহিপাল জিরো পয়েন্ট ফ্লাইওভারের নীচে একটি চেকপোষ্ট পরিচালনা কালে একটি সন্দেহজনক মোটর সাইকেলকে থামানোর সংকেত দেয়। মোটর সাইকেল না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।
এ সময় আবদুর রহিম (৩৮), পিতা আব্দুল গনি, মাতা মৃত সাফিয়া বেগম, মো. সেলিম (২৭), পিতা আব্দুল মতিন, মাতা খোদেজা বেগম, উভয় সাং জাহানপুর, থানা ও জেলা ফেনীকে আটক করে।
পরবর্তীতে আটককৃতদের তল্লাশী করে ২০টি প্লাস্টিকের ফেন্সিডিলের বোতল, ৩০ পিস ফেন্সিডিলের বোতল, পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা, পলিপ্যাকের মধ্যে ৭শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৭ হাজার টাকা।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি