আজ

  • শুক্রবার
  • ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্পর্কিত মতবিনিময় সভা

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীতে বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই খাতে অর্থায়ন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। সভায় ফেনীতে কর্মরত বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তারা অংশ নেন।

    জনতা ব্যাংক পিএলসি নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্রগ্রাম এর পরিচালক মো. আরিফুজ্জামান।

    বক্তব্য রাখেন ফেনী জেলা ব্যাংকার্স ফোরামের সভাপতি সামছুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। শিল্প উদ্যোক্তা ক্যাটাগরীতে বক্তব্য রাখেন সাকুরা ফুড প্রোডাক্ট এর সত্বাধিকারী আবদুল মোতালেব, স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, জেনিথ ফার্মাসিউটিকেলর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দিন আহমেদ, হাজী নজির আহম্মদ গ্রুপের এমডি নূর আজম, কাজী লেদার প্রোডাক্ট এর স্বত্ত্বাধিকারী কাজী জামাল উদ্দিন, রিয়েলেটি ফ্যাশন এর প্রোপাইটর কামরুন নেসা মনি, তাসফিয়াতুল আম্বিয়া, আলা উদ্দিন মেম্বার, বিসিক এজিএম মো. হানিফ প্রমুখ।

    সভায় প্রায় সকল উদ্যোক্তার বক্তব্যে সম্প্রতি সময়ে ফেনীতে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের নিস্ক্রিয় ভূমিকার বিষয়টি উঠে আসে।

    এর আগে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক ফেনীর এরিয়া অফিসের ডিজিএম মুহাম্মদ মোরশেদ আলম। সভায় দুইজন নতুন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090