আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরাইশমুন্সি ইসলামী ব্যাংকের উদ্বোধনীতে জয়নাল আবেদিন মামুন- ‘ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে’

  • দাগনভূঞা প্রতিনিধি
  • দাগনভূঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়নে গ্রাম ও শহরের ব্যবধান কমে এসেছে। সে সেবাগুলো শুধু শহর কেন্দ্রীক ছিলো সেগুলো এখন প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে। ব্যাংকের লেনদেন করতে শহরে গিয়ে গ্রামের নিরীহ ব্যক্তিরা প্রতারক চক্রের কবলে পড়ে ক্ষতির সমুক্ষিণ হয়েছে। এছাড়া মাল্টিপারপাসে টাকা জমা রেখে প্রতারিত হয়ে অনেকে পথে বসেছে। ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা রয়েছে, ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। আর ইসলামী ব্যাংক বেসরকারী খাতে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক। জেলা ও উপজেলা পর্যায়ে ইসলামী ব্যাংকের সেবা নিতে গিয়ে মানুষের কিছুটা কষ্ট করতে হতো। প্রধানমন্ত্রীর সেরা ১০ টি উদ্যোগের ফলে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এটি আমাদের জন্য অনেক বড় সুখবর। আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

    দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোরাইশমুন্সি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার দুপুরে দক্ষিণ বাজার হাজী মার্কেট চত্ত¦রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন বিএ, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, কৃষি ব্যাংক কোরাইশমুন্সি শাখা ব্যবস্থাপক গোলাম কিবরিয়া।

    ব্যাংকের এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনাল ইনচার্জ মোহাম্মদ রুকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা ব্যবস্থাপক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. হারুনুর রশিদ।

    ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার সিনিয়র অফিসার এএএম হামিদ শহীদ উল্যাহ’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার সৈয়দ আহাম্মদ, এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা মাওলানা আবদুল হান্নান, কোব্বাদ হোসেন খোকন, নুর আলম, ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী গিয়াস উদ্দিন, মাওলানা মোস্তফা, সাপুয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুস জাহের, রুদা মিয়া মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আল-আমিন প্রমুখ।

    উদ্বোধনী অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নোয়াখালী জোনাল ইনচার্জ মোহাম্মদ রুকন উদ্দিন তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বিশ্বের সেরা ২০টি ব্যাংকের একটি। তিনি বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসায়কে হালাল করেছেন। ইসলামী ব্যাংক দেশের প্রখ্যাত আলেমদের নিয়ে শরীয়াহ বোর্ডের মাধ্যমে পুঙ্খনাপুঙ্খরুপে পরিচালিত হয়। এখানে সুদের লেশ মাত্র নেই। যেমন- আপনি ইমামের পেছনে নামাজ পড়ছেন, ইমাম ওজু করেছেন কিনা তা আপনার জানা নেই। আপনি ইমামের পেছনে নামাজ পড়েছেন, আপনার নামাজ হয়ে যাবে। অজু না করার অপরাধ ইমাম সাহেবের উপর বর্তাবে। সে কর্মকান্ডের জন্য তিনি দায়বদ্ধ হবেন।

    অনুষ্ঠানে ফিতা কেটে কোরাইশমুন্সি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090